Jagadhatri Puja : আজ জগদ্ধাত্রী পুজোর নবমী, কী চমক তেমাথা শিব মন্দির সমিতির জগদ্ধাত্রী প্রতিমার?

Continues below advertisement

ABP Ananda Live : আজ জগদ্ধাত্রী পুজোর নবমী। চন্দননগরে রীতিমতো জাঁকজমক করে হয় জগদ্ধাত্রী পুজো। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড়। চন্দননগরের বাগবাজার সর্বজনীনের জগদ্ধাত্রী পুজোয় সাবেকি প্রতিমার ডাকের সাজ। প্রতিমা ও আলোকসজ্জা দেখতে দূর-দূরান্ত থেকে এসেছেন অনেকে। এবার ১৯০ বছরে পড়েছে চন্দননগর বাগবাজার সর্বজনীনের পুজো। তেমাথা শিব মন্দির সমিতির জগদ্ধাত্রী প্রতিমার বিশালত্বই এখানকার পুজোর বিশেষত্ব।

আরও খবর, দলীয় কার্যালয়ের ভিতর থেকে বিজেপি নেতার রক্তাক্ত দেহ উদ্ধার। দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে চাঞ্চল্য। নিহত পৃথ্বীরাজ নস্কর মথুরাপুর সাংগঠনিক জেলার মিডিয়া সেলের আহ্বায়ক ছিলেন, গত ৪ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন ওই বিজেপি নেতা। গত ৭ তারিখ উস্তি থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের লোক। রাতে বিজেপি কার্যালয়ের তালা ভেঙে দেহ উদ্ধার করেছে পুলিশ দেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজ দেহের ময়নাতদন্ত হবে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram