Chandannagar Lighting: পুজোর ১০০ দিন আগেও আসছে না আলোর বরাত, আঁধারে ডুবে চন্দননগর

হুগলি জেলার আলোর শহর চন্দননগর। তার শিল্পের খ্যাতি জগৎজোড়া। কিন্তু সেই খ্যতির মধ্যেও একটা না পাওয়ার যন্ত্রণা কুড়ে কুড়ে খেত শিল্পীদের। আলোর মধ্যেও ছিল অন্ধকারের অভিযোগ। করোনা আবহে সেই অন্ধকার যেন আরও গাঢ়। দুর্গাপুজোর আর ১০০ দিনও বাকি নেই। শিল্পীদের দাবি, এখনও সেভাবে আসেনি অর্ডার। কলকাতার নামী মণ্ডপ তো বটেই, রাজ্যের গণ্ডি ছাড়িয়ে চন্দননগরের আলো পাড়ি দেয় বিদেশেও। পুজোর আগে সেজন্য দম ফেলার ফুরসত থাকে না শিল্পীদের। কিন্তু সেই ছবি এবার উধাও। এই পরিস্থিতে আলোক শিল্পকে কেন্দ্র করে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। শিল্পীদের দাবি, আগের মতো আর কাজ নেই। কাজের অভাবে দীর্ঘদিনের পেশা ছেড়ে বেছে নিতে হচ্ছে অন্য পেশা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola