Chandrayaan 3: ইতিহাস তৈরি ভারতের ! চাঁদের দক্ষিণ মেরুতে 'বিক্রম'ধ্বজা | ABP Ananda LIVE

Continues below advertisement

ইতিহাস তৈরি করল ভারত। দেশের মহাকাশ গবেষণা সংস্থা ISRO-এর বিজ্ঞানী ও অন্য কর্মীদের অক্লান্ত পরিশ্রম আর মেধার জয়ধ্বজা উড়ল চাঁদের (Moon South Pole) দক্ষিণ মেরুতে। ২৩ অগাস্ট সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং (Soft Landing) করল ভারতের তৈরি চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। মানব সভ্যতার ইতিহাসে চাঁদের দক্ষিণ মেরুর এমন জায়গায় এই প্রথম পৃথিবীর মাটিতে তৈরি মহাকাশযান সফট ল্য়ান্ডিং করল, পথিকৃৎ ভারত (India)। সেখানেই এবার কাজ শুরু করবে রোভার। চমকে দেওয়ার মতো তথ্য মিলবে, আশায় তামাম বিশ্বের মহাকাশ বিজ্ঞান সংস্থাগুলি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram