Chandrayaan 3: চন্দ্রজয় করে বিশ্বে বন্দিত হল ভারত, এই অভিযানের সঙ্গে জড়িয়ে রয়েছেন একাধিক কৃতী বঙ্গসন্তান
উনিশ-বিশ হলেই হতে পারত আর একটা ২০১৯। শেষমেশ, চাঁদের বুকে সাফল্য এনে দিল ২৩-এর ২৩। বুধের সন্ধ্যায় ইতিহাস তৈরি করল ইসরো। চন্দ্রজয় করে বিশ্বে বন্দিত হল ভারত। এই অভিযানের সঙ্গে জড়িয়ে রয়েছেন একাধিক কৃতী বঙ্গসন্তান। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এই মেধাবীরা চাঁদের বুকে ভারতের বিজয়রথের অন্যতম কাণ্ডারী। তাঁদের হাত ধরেই চন্দ্রযান ৩-এর সাফল্য ছুঁয়ে গিয়েছে আপামর বাঙালিকে।