Chandrima Bhattacharya: উনি কি কোনও রাজনৈতিক জ্যোতিষী? অমিত শাহকে আক্রমণ চন্দ্রিমার ।Bangla News
Continues below advertisement
সাংবাদিক বৈঠকে বিস্ফোরক চন্দ্রিমা ভট্টাচার্য। অর্থমন্ত্রী বলেন, উনি কি কোনও রাজনৈতিক জ্যোতিষী? প্রথমেই কীভাবে বললেন এটা রাজনৈতিক খুন? মৃত্যুর মধ্যে রাজনীতি ঢোকানো হচ্ছে। এটা একটা পরিকল্পিত ঘটনা নয় তো? প্রশ্ন চন্দ্রিমার। কোর্টে গেলে যাবেন, বিচারব্যবস্থার প্রতি আমাদের শ্রদ্ধা আছে। এবার কি স্বরাষ্ট্রমন্ত্রীকে সাক্ষী হিসেবে দেখতে পাব? বাংলাকে অকারণে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে। দীর্ঘক্ষণ মৃতদেহ আটকে রাখা হয়েছিল মৃতদেহ। পুলিশকে মৃতদেহ নিয়ে যেতে বাধা দেওয়া হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে, ছিনিয়ে নিয়ে যাবে কেন? তৃণমূল নেত্রীকে বলছেন শুধরাননি যিনি বলছেন, তিনি কি শুধরেছেন? গোধরার ঘটনার পর তিনি কি শুধরেছেন? অমিত শাহকে নিশানা চন্দ্রিমা ভট্টাচার্যর
Continues below advertisement
Tags :
Amit Shah TMC BJP ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Kashipur Chandrima Bhattacharya Political News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Kolkata Politics Shah In Kolkata. Amit Shah In Kolkata