ChandrimaBhattacharya:ঢাকের বাদ্যির সঙ্গে ধুনুচি নাচে মাতলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।BanglaNews
দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে আজ কলকাতায় পদযাত্রা। পুজোর আগেই শহরে পুজোর আমেজ। ঢাকের বাদ্যির সঙ্গে ধুনুচি নাচ। ধুনুচি নাচে মাতলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে হবে বর্ণাঢ্য পদযাত্রা। দুপুর ২টো নাগাদ জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে কলুটোলা, বউবাজার, চাঁদনি চক, ডোরিনা ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে পদযাত্রা পৌঁছবে রেড রোডে। মিছিলে থাকবেন বিশিষ্ট ব্যক্তি, ক্রীড়া ব্যক্তিত্ব, অভিনেতা-অভিনেত্রীরা থাকবেন ফোরাম ফর দুর্গোত্সবের অধীন পুজো কমিটির উদ্যোক্তারাও। উত্তর, দক্ষিণ, পূর্ব ও হাওড়া, মূলত এই ৪টি জোন থেকে তাঁরা আসবেন। রেড রোডে থাকছে বাউল গানের আসর। যার মাধ্যমে তুলে ধরা হবে বাংলার লোক সংস্কৃতি।
Tags :
Rally ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews DurgaPuja DurgaPuja2022 ChandrimaBhattacharya