Swasthya Sathi scheme: স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় বেসরকারি হাসপাতালে জরুরি পরিষেবার নিয়মে বদল। ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: স্বাস্থ্য সাথী প্রকল্পের ( Swasthya Sathi scheme) আওতায় বেসরকারি হাসপাতালে (Privet Hospital) জরুরি পরিষেবার নিয়মে বদল। জরুরি পরিষেবার নিয়মে বদল আনলো সরকার । স্বাস্থ্য সাথীতে এমার্জেন্সি অর্থপেডিক অপারেশনের নিয়মে বদল । দুর্ঘটনা ঘটার ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে আনতে হবে রোগীকে । জমা দিতে হবে, দুর্ঘটনা সংক্রান্ত প্রামাণ্য সরকারি নথি। তবেই বেসরকারি হাসপাতাল থেকে মিলবে স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশনের সুবিধা। অপারেশন করতে হবে সরকারি পোর্টালে আগে থেকে নথিভুক্ত অর্থোপেডিক সার্জেনকে। নথিভুক্ত সার্জেন অপারেশন না করলে মিলবে না স্বাস্থ্যসাথীর সুবিধা। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram