Asansol: রোগী মৃত্যু ঘিরে আসানসোলে তুলকালাম, পুলিশের সঙ্গে বচসা মৃতের পরিজনদের | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: রোগী মৃত্যু ঘিরে আসানসোলে তুলকালাম । চিকিৎসায় গাফিলতির অভিযোগে বেসরকারি হাসপাতালে ভাঙচুর । পুলিশের সঙ্গে বচসা মৃতের পরিজনদের

বৃহস্পতিবার নবান্নে ফের প্রশাসনিক বৈঠক করেন মমতা। সেখানে হকার উচ্ছেদ অভিযান নিয়ে পুলিশ এবং প্রশাসনকে তীব্র ভর্ৎসনা করলেন তিনি। পুলিশ ও নেতাদের উদ্দেশে মমতা বলেন, "হাতিবাগানে রাস্তা দখল হয়ে গিয়েছে। এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে। তাঁরা ভাবছেন, দিয়ে দিলাম, মাসে চাঁদা পেলাম, হয়ে গেল। ডাল-ভাত-মাছ-তরকারি খেয়ে কি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না? খেতে কী লাগে? এখন তো কারও বাড়িতে গেলে মিষ্টিও নিয়ে যাওয়া হয় না, ডায়বিটিস না হয়ে যায়। বাঁচার জন্য কতটুকু লাগে? বাঁচার জন্য যতটুকু প্রয়োজন, ঠিক ততটুকু কাজে লাগান। তার বেশি নয়। বেশি লোভ ভাল নয়। লোভ সংবরণ করুন। এর জন্য স্থানীয় নেতা-পুলিশ সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাবেন, তার পর বুলডোজার দিয়ে তুলবেন, এই নীতি মানি না। প্রথম থেকেই কড়া হতে হবে। যে কাউন্সিলের এলাকায় এটা হবে, যে নেতার এলাকায় হবে, তিনি গ্রেফতার হবেন। ডাবগ্রামে কিন্তু জেলা সভাপতিকে গ্রেফতার করিয়েছি। সরকারের জমি নিয়ে ২-৩ লক্ষ টাকায় বিক্রি করে দেওয়া চলবে না।" (Mamata Nabanna Meeting)

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram