Loksabha Election: তমলুক লোকসভা আসনে বিজেপি জয়ী হওয়ার পরেই ফের উত্তপ্ত ময়নার বাকচা | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: তমলুক লোকসভা আসনে বিজেপি জয়ী হওয়ার পরেই ফের উত্তপ্ত ময়নার বাকচা। ভরা বাজারে বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে বাকচার চাবুকিয়া বাজারে এই ঘটনা ঘটে। বিজেপি কর্মী পঙ্কজ মণ্ডলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গেরুয়া শিবিরের আদি-নব্যের লড়াই, হামলা-যোগ অস্বীকার করে দাবি তৃণমূলের। 

জয়নগর লোকসভায় জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী। ভোটের ফল ঘোষণার পরেই ক্যানিংয়ের কাঠপোল এলাকায় আক্রান্ত বিজেপি নেত্রীর পরিবার। স্বামী ও মাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি নেত্রীর স্বামীর চোখে গুরুতর আঘাত রয়েছে। তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বিজেপি নেত্রীর মায়ের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের দাবি, বিজেপি নেত্রীর পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram