Bhangar: ভাঙড়ে তণমূল নেতা কাইজার আহমেদকে ঘিরে বিক্ষোভ | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: ভাঙড়ে তণমূল নেতা কাইজার আহমেদকে ঘিরে বিক্ষোভ । সেচ দফতরের জায়গায় অবৈধ নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ । ভাঙড়ে ২ নম্বর ব্লকের পাঁচগাছিয়া পালপাড়ায় উত্তেজনা । এই এলাকায় খালপাড়ে সেচ দফতরের প্রায় ৩ একর খাস জমি আছে বলে দাবি স্থানীয়দের । স্থামীয়দের অভিযোগ অবৈধভাবে সেই জমি কিনেছেন তৃণমূল নেতা কাইজার আহমেদ । জলায়শয় ভরাট করে অবৈধ নির্মাণ চলছে বলেও অভিযোগ স্থানীয়দের
অবৈধ নির্মাণের বিরুদ্ধে সরব হয়েছেন সেচ দফতরের অ্যাসিট্যান্ট ইঞ্জিনিয়ারও । অভিযোগ অস্বীকার করে কাইজার আহমেদ জানিয়েছেন, যা সমস্যা ছিল মিটে গেছে
কাইজারের দাবি, তাঁদের কেনা জমি ক্লাবকে দান করেছেন, জমি দখলের প্রশ্নই নেই । 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram