Bowbazar: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে উত্তাল বউবাজার, ভেঙে চুরমার গাড়ির কাচ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: রবিবার রাতে উত্তাল বউবাজার। যেন রণক্ষেত্র ! গলিজুড়ে কাচের টুকরো। ভেঙে চুরমার গাড়ির কাচ। বাইকগুলোর বেহাল দশা। ছুটির দিনের শেষ লগ্নে উত্তাল বউবাজারের নবীন চন্দ্র বড়াল লেন। অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করেই নবীন চন্দ্র বড়াল লেনে মধ্যরাতে এই ধুন্ধুমার।