CoochBeehar: রাজ্যপালের সফরের মধ্যেই ফের কোচবিহারের দিনহাটায় অশান্তি | ABP Ananda LIVE
রাজ্যপালের সফরের মধ্যেই ফের কোচবিহারের দিনহাটায় অশান্তি। ওকরাবাড়িতে কংগ্রেস প্রার্থী জহিরুল মিয়ার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বোমা ছোড়ায় একটি ঘরে আগুন ধরে যায় বলে অভিযোগ কংগ্রেস প্রার্থীর পরিবারের। স্থানীয় বাসিন্দা ও দমকলের একটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণ আনা হয়। কংগ্রেস প্রার্থীর পরিবারের দাবি, বাড়িতে বসে বৈঠক করছিলেন দলীয় কর্মীরা। তখনই বাড়ি লক্ষ্য করে তৃণমূল আশ্রিত দুষকৃতীরা বোমা ছোড়ে বলে অভিযোগ। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।