West Bengal Assembly: মোদি-শাহ সম্পর্কে তৃণমূল বিধায়কের মন্তব্যের জের, বিধানসভায় তুলকালাম
মোদি-অমিত শাহ সম্পর্কে সাবিত্রী মিত্রর মন্তব্যের জেরে বিধানসভায় তুলকালাম। মানিকচকের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিজেপির মুলতুবি প্রস্তাবকে কেন্দ্র করে উত্তেজনা। অধ্যক্ষ আলোচনার প্রস্তাব খারিজ করে দেওয়ায় বিজেপি বিধায়কদের বিক্ষোভ। হাউসের বাইরে কে কি বলবেন সেটা নিয়ে আলোচনা করা যায় না, প্রতিক্রিয়া স্পিকারের । বিধানসভায় পাল্টা বিক্ষোভ তৃণমূল বিধায়কদের।পরে বিধানসভা থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে, দাবি মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর।
Tags :
Amit Shah West Bengal Assembly Bangla News Bangla News Live Bjp *Amit Shah ABP Ananda Digital ABP Ananda Tmc ABP Ananda Live ABP Ananda Bengali News Sabitri Mitra