Saltlake: আশা কর্মীদের ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার, ৬ দফা দাবিতে বিক্ষোভ | ABP Ananda LIVE

Continues below advertisement

সল্টলেকে (Saltlake) আশা কর্মীদের ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার । বেতন বৃদ্ধি-সহ ৬ দফা দাবিতে বিক্ষোভ আশা কর্মীদের । চুক্তিভিত্তিক (Contractual) কর্মীদের সমবেতনের দাবি জানিয়ে ট্যুইট শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) । 'স্কিল ডেভেলপমেন্টের চুক্তিভিত্তিক কর্মীদের ২ হাজার টাকা অতিরিক্ত ভাতা বৃদ্ধি' । 'দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে স্বেচ্ছাসেবকের কাজ করার জন্য অতিরিক্ত ২ হাজার টাকা ভাতা' । ট্যুইট করে দাবি শুভেন্দু অধিকারীর (Suvendu Adikary)। রাজ্যের সব চুক্তিভিত্তিক (Contractual) কর্মীর সমবেতনের দাবি বিরোধী দলনেতার । 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram