Siliguri News: শিলিগুড়িতে তুলকালাম, মাটিতে বসে বিজেপি কর্মীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: শিলিগুড়িতে (Siliguri Drinking Water Crisis) পানীয় জলের হাহাকার, বিক্ষোভ দেখাল বিজেপি (CPM Agitation)। মেয়রের পদত্যাগের দাবিতে শিলিগুড়ি পুরসভার সামনে বিক্ষোভ দেখাল বিজেপি। মহানন্দার জলে দূষণের জন্য তা না খাওয়ার পরামর্শ দিয়েছে শিলিগুড়ি পুরসভা। ফলে জল কিনতে দোকানের সামনে লম্বা লাইন সাধারণ মানুষের। বেশি টাকা দিয়েও পানীয় জল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। এহেন অবস্থায় বিক্ষোভ বিজেপির

বিশদ...
মহানন্দার জল পরিশ্রুত করে সরবরাহ করে শিলিগুড়ি পুরসভা। সেই মহানন্দার জল দূষিত হয়ে যাওয়ায় তা পান না করার পরামর্শ দেন পুর কর্তৃপক্ষ। তাতে বলা হয়, আগামী ২ জুন পর্যন্ত মহানন্দার জল পান করা যাবে না। এরপরই দোকানে দোকানে জল কিনতে লম্বা লাইন পড়ে যায়। পুরসভার বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয়রাও। শিলিগুড়ি পুরসভার প্রাক্তন মেয়র, অশোক ভট্টাচার্যের অভিযোগ, 'কয়েক বছর আগে যখন আমি মেয়র ছিলাম, তখন পিএইচই-র একটি কাজের জন্য দুদিন জল বন্ধ ছিল। আমাকে রাস্তায় দাঁড় করিয়ে যে ভাবে অপদস্থ করা হয়েছিল, একটি পুলিশও আসেনি। এমনকি আমাকে শারীরিক ভাবে নিগ্রহের চেষ্টা করা হয়েছিল। আজ, সঙ্গতভাবে  শিলিগুড়িবাসী জল চাইতে এখানে এসেছেন, রাজনীতি করতে আসেননি।' তাঁর মতে, এই বিক্ষোভ সঙ্গত। বিষয়টি 'শাস্তিযোগ্য অপরাধ' বলেও মনে করেন তিনি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram