Chat Show: ‘আত্মহত্যা করেছেন অভিনেত্রী’, উল্লেখ ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে।Bangla News
গড়ফার বাড়ি থেকে উদ্ধার সিরিয়াল অভিনেত্রীর ঝুলন্ত দেহ। মৃতের নাম পল্লবী দে। গড়ফার গাঙ্গুলিপুকুর এলাকায় বাড়ি। এক যুবকের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন পল্লবী। মাসখানেক আগে গড়ফায় ফ্ল্যাট ভাড়া নেন পল্লবী ও তাঁর সঙ্গী আজ সকালে তাঁর সঙ্গীই পল্লবীর মৃত্যুর খবর জানায়, দাবি ফ্ল্যাটের কেয়ারটেকারের। পল্লবীর সঙ্গীকে জিজ্ঞাসাবাদ পুলিশের। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে গড়ফা থানার পুলিশ।
গড়ফার বাড়ি থেকে উদ্ধার সিরিয়াল অভিনেত্রী পল্লবী দের ঝুলন্ত দেহ। আজ সকালে তাঁর সঙ্গীই পল্লবীর মৃত্যুর খবর জানায়, দাবি ফ্ল্যাটের কেয়ারটেকারের। পল্লবীর সঙ্গীকে জিজ্ঞাসাবাদ পুলিশের। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে গড়ফা থানার পুলিশ। পল্লবীর বাবা এই প্রসঙ্গে বলেন, কালকেও ওর সাথে কথা হয়, অত্যন্ত স্বাভাবিক ভাবেই কথা বলেছে পল্লবী। ও এরকম মেয়ে নয়। আমার মনে হচ্ছে এটা খুন।
গড়ফায় টিভি সিরিয়ালের অভিনেত্রীর রহস্যমৃত্যু। ভাড়ার ফ্ল্যাট থেকে উদ্ধার অভিনেত্রী পল্লবী দে’র ঝুলন্ত দেহ। ‘আত্মহত্যা করেছেন অভিনেত্রী পল্লবী দে’ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ, জানাল পুলিশ। কেন আত্মহত্যা করলেন অভিনেত্রী? কেউ কি প্ররোচনা দিয়েছিলেন? সব দিক খতিয়ে দেখা হচ্ছে, জানাল পুলিশ। পল্লবী দে’র লিভ-ইন-পার্টনারকে গড়ফা থানায় জিজ্ঞাসাবাদ।