Chat Show: সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা, FIR-এ নাম তৃণমূল বিধায়কেরও।Bangla News

Continues below advertisement

সরকারি চাকরি দেওয়ার নামে প্রায় ২৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে রাজ্য পুলিশের দুর্নীতিদমন শাখার হাতে গ্রেফতার তৃণমূল বিধায়কের আপ্ত সহায়ক-সহ ৩। এফআইআর-এ তৃণমূল বিধায়কের নামও। গতকাল রাতেই খবর পায় পুলিশ। নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহার আপ্ত সহায়ক প্রবীর কয়ালের বিরুদ্ধে সরকারি চাকরি দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থেকে তৃণমূল বিধায়কের আপ্ত সহায়ক-সহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের আজকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়।

ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে আদালতেও চাঞ্চল্যকর দাবি করেছে সিবিআই। সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, সমরেন্দ্র গয়ালি প্রভাবশালী। ছেলে ব্রজ কী করেছে তা সব জানতেন তৃণমূল নেতা। ধৃতদের জেরা করে মিলেছে তথ্য, দাবি সিবিআইয়ের। হুমকি দিতে ও ভয় দেখাতে নির্যাতিতার বাড়িতে লোক পাঠান মূল অভিযুক্তের বাবা। রাজনৈতিক প্রভাব ব্যবহার করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন তৃণমূল নেতা। খবর সূত্রের। নির্যাতিতা যাতে চিকিত্সা পরিষেবা না পায়, সেই ব্যবস্থাই করেছিলেন ওই তৃণমূল নেতা। শ্মশানে দেহ যাতে দ্রুত সৎকার করে ফেলা হয় এবং নির্যাতিতার পরিবার যাতে পুলিশের দ্বারস্থ না হয়, তার জন্য ভয় দেখানোর নির্দেশ দিয়েছিলেন মূল অভিযুক্তের বাবা সমরেন্দ্র। এই ব্যাপারে এখনি কিছু বলতে চান নি সমরেন্দ্র গুয়ালি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram