Chat Show (Seg-1): জল্পনার অবসান, বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন অর্জুন সিংহের ।Bangla News
বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন অর্জুন সিংহের। ক্যামাক স্ট্রিটে অভিষেকের উপস্থিতিতে যোগদান ব্যারাকপুরের বিজেপি সাংসদের। তৃণমূলের উত্তরীয় পরিয়ে অর্জুনকে তৃণমূলে স্বাগত জানালেন অভিষেক। ‘তৃণমূলের জন্মলগ্ন থেকেই অর্জুন তৃণমূলের সঙ্গে ছিলেন। ২০১৯-এ কোনও কারণে বিজেপিতে যোগদান করেছিলেন। দেশের রাজনীতিতে মমতার প্রাসঙ্গিকতা অনুভব করেই তৃণমূলে ফিরলেন অর্জুন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেকের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলাম। যে ঘরের ছেলে ছিলাম, সেই ঘরের ফিরে এসেছি। ভুল বোঝাবুঝির জেরে দল ছেড়ে বিজেপিতে যোগদান। আমার সংসদীয় এলাকায় পাটশিল্প বঞ্চিত হচ্ছে। সেই বিষয় নিয়ে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর কাছে দরবার করেছি। পাটশিল্পের পুনরুদ্ধারে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন’
পুরনো বাড়িতে গিয়েছেন, লজ্জার কী আছে। এসেছিলেন স্বাগতম, যাচ্ছেন টাটা।এই পার্টিতে আসার পর থেকেই অর্জুন সিংহের ওপর অনেক অত্যাচার, কেস হয়েছে। প্রশাসনিক চাপ সহ্য করতে না পেরে অর্জুন তৃণমূলে ফিরে গেছেন। অর্জুন সিংহের তৃণমূলে প্রত্যাবর্তনে প্রতিক্রিয়া দিলীপের।
‘কেউ যদি বিজেপির প্রতীকে নির্বাচিত হয়ে দল ছেড়ে চলে যান তাহলে আমাদের কিছু যায় আসে না। দেশের মানুষকে সঙ্গে নিয়ে বিজেপি ২ সদস্যের দল থেকে ৩০৩ সদস্যের দল বানিয়েছে বিধানসভায়। অনেকেই এসেছিলেন তোলামূল থেকে দু একজন চলে গেছেন বাকিরা বিজেপিতেই আছেন। বিজেপি ম্যাজিক ফিগার পার করেছে কারোর দয়ায় নয় কোন ব্যক্তির ওপর ভর করে নয়।‘অর্জুন সিংহের তৃণমূলে প্রত্যাবর্তনের প্রসঙ্গে মন্তব্য শমীক ভট্টাচার্যের।