Nabanna Abhijan: 'গোটা রাজ্যজুড়ে কাল মধ্যরাত থেকে গ্রেফতারি শুরু হয়', মন্তব্য শুভেন্দুর

Continues below advertisement

ABP Ananda LIVE: আর জি কর কাণ্ডের প্রতিবাদে আজ পশ্চিমবঙ্গ 'ছাত্র সমাজে'র ডাকে নবান্ন অভিযান ছিল, যাকে ঘিরে সকাল থেকে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। সাঁতরাগাছি, হাওড়া ব্রিজ, হাওড়া ময়দানে দফায় দফায় আন্দোলনকারীদের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে পুলিশের। পুলিশকে ঘিরে এলোপাথাড়ি ইঁটবৃষ্টি চলে, পাল্টা লাঠিচার্জ করে, জলকামান দেগে এবং কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে ভিড় ছত্রভঙ্গ করা হয়। (CV Ananda Bose)সন্ধেয় আবার ডোরিনা ক্রসিংয়ে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে অবরোধ শুরু হয়। লাঠিচার্জ করে সেখান থেকে সকলকে হটিয়ে দেয় পুলিশ।

আজকের নবান্ন অভিযান থেকেও স্লোগান ওঠে 'দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ' বলে। আর সেই আবহেই আবারও মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতার পদত্যাগের দাবি তুললেন শুভেন্দু। তাঁর বক্তব্য, "আমি চাইব, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদ থেকে, বিশেষ করে পুলিশ এবং স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করুন উনি। রাজ্যপালকে অনুরোধ করব, আপনি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করুন। পশ্চিমবঙ্গে গুন্ডা, ধর্ষকরা জেলে যাক, ফাঁসি হোক। গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক। গণতান্ত্রিক পরিবেশে, জনগণ নির্ভয়ে পছন্দের দলকে গ্রহণ করুন, সুশাসন প্রতিষ্ঠা হোক রাজ্য।" (Nabanna Abhijan)

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram