Chattishgarh News: সুকমায় IED বিস্ফোরণে মৃত্যু অ্যাডিশনাল এসপির | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ছত্তীসগঢ়ে ফের সক্রিয় মাওবাদীরা । সুকমায় IED বিস্ফোরণে মৃত্যু অ্যাডিশনাল এসপির । মাওবাদীদের পোঁতা প্রেসার IED বিস্ফোরণে মৃত্যু পুলিশকর্তার । মৃত্যু অ্যাডিশনাল এসপি আকাশ রাওয়ের । ভোররাতে তল্লাশি অভিযানে গিয়ে IED বিস্ফোরণে মৃত্যু । ভোর ৪ টে থেকে ৫ টার মধ্যে বিস্ফোরণের ঘটনা ঘটে । হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন মৃত্যু আকাশ রাওয়ের । নকশাল হামলায় আহত কন্টার এলাকার এসডিপিও, থানার প্রধান সহ ২
আরও খবর...
ডোমকলে পরিযায়ী শ্রমিকদের দুই গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজি । কেরল ফেরত দুই গোষ্ঠীর বিবাদে বোমাবাজি। ২১ নম্বর ওয়ার্ডের অম্বরপুর পশ্চিমপাড়ায় উত্তেজনা । বোমার আঘাতে এক মহিলা আহত । ২ অভিযুক্তকে গ্রেফতার পুলিশের । পুরনো শত্রুতার জেরে গন্ডগোল, অনুমান পুলিশের ।
অনুব্রত মণ্ডলের কুকথার প্রতিবাদে আজ রাস্তায় নামছে বিজেপি। বোলপুর ট্যুরিস্ট লজ মোড় থেকে বিকেলে শুরু হবে 'নারী সম্মান যাত্রা'। নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী। অনুব্রত মণ্ডলের বাড়ির কাছে, তাঁর বিরুদ্ধেই কর্মসূচি ঘিরে এখন সাজো সাজো রব বিজেপি শিবিরে।