Municipal Election : হাইকোর্টে ধাক্কা খেল বিজেপি, কালই হবে কাঁথি পুরসভার ভোট গণনা। Bangla News

Continues below advertisement

হাইকোর্টে (High Court) ধাক্কা খেল বিজেপি (BJP)। ‘কাঁথি পুরসভার ভোট গণনায় স্থগিতাদেশ নয়।’ বিজেপির আবেদন খারিজ করে জানাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কালই হবে কাঁথি পুরসভার ভোট গণনা। ‘৯৭টির মধ্যে ৯১টি সিসিটিভি খারাপ করে দেওয়া হয়েছে। নিরপেক্ষ সংস্থা দিয়ে সিসিটিভি-র অডিট করানো হোক। জাতীয় নির্বাচন কমিশন বা সিবিআই-কে (CBI) মনোনীত করা হোক’। আদালতে দাবি বিজেপির আইনজীবীর। অভিযোগের ভিত্তিতে কমিশনের বক্তব্য জানতে চায় আদালত। ‘যে অভিযোগ এখানে করা হচ্ছে, তা কমিশনকে জানানো হয়নি। আগে দেখতে হবে অভিযোগগুলি ঠিক কিনা, তারপর অডিটের প্রশ্ন’। হাইকোর্টে জানান কমিশনের আইনজীবী। ‘অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ, ৭ মার্চের মধ্যে জানাতে হবে। হলফনামা দিয়ে জানাতে হবে কমিশন ও রাজ্যকে’, নির্দেশ আদালতের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram