Durga Puja: 'শীর্ষের মুকুট কার মাথায়, ঠিক করবে ভগবান', চেতলা অগ্রণী পুজোর থিম জানালেন ফিরহাদ
কলকাতার অন্যতম 'ক্রাউড পুলার' চেতলা অগ্রণী সেজে উঠছে কোন থিমে? 'যে যেখানে দাঁড়িয়ে' থিমে সেজে উঠেছে এই পুজো। এবারের পুজো থিম সম্পর্কে ফিরহাদ হাকিম বলেন, 'আমরা সবাই টপে পৌঁছনোর চেষ্টা করছি। মুকুট কার মাথায় পড়বে সেই চেষ্টা চলছে। সেটা ঠিক করবে ভগবান। সেই ভাবনাই এবারের থিম চেতলা অগ্রণীতে'।