Chhak Bhanga 6ta : ''সেনাকে অপমান মুখ্যমন্ত্রীর'', প্রতিবাদে মেয়ো রোডে বিক্ষোভ সেনাকর্মীদের
ABP Ananda LIVE : মুখ্যমন্ত্রীর সেনা-মন্তব্যের বিরোধিতায়, মেয়ো রোডে অবস্থানে প্রাক্তন সেনাকর্মীদের একাংশ। বিজেপি নেতাদের উপস্থিতি ঘিরে উত্তেজনা। পুলিশের বিরোধিতা, তুমুল তর্কাতর্কি।
আরও খবর...
সকালে বিজেপি থেকে তৃণমূলে যোগ, বিকেলেই ভুল স্বীকার করে বিজেপিতে প্রত্যাবর্তন পঞ্চায়েত সদস্যের
সকালে বিজেপি থেকে তৃণমূলে যোগ। বিকেলেই ভুল স্বীকার করে বিজেপিতে প্রত্যাবর্তন পঞ্চায়েত সদস্যের! বাঁকুড়ার ওন্দা ব্লকের চিঙ্গানি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। টাকার টোপ দিয়ে বিজেপির পঞ্চায়েত সদস্য গণেশ মল্লকে তৃণমূলে যোগদান করানোর অভিযোগ। যোগদান করানোর অভিযোগ আর এক বিজেপি পঞ্চায়েত সদস্য তারাপদ পালের বিরুদ্ধে। তারাপদর কাছে কিছু টাকা বকেয়া ছিল, দাবি গণেশ মল্লর। ওই টাকা পাইয়ে দেওয়ার নাম করে তাঁকে তৃণমূলে যোগদান করায় তারাপদ, দাবি গণেশের। কিন্তু, তৃণমূলে যোগ দেওয়ার পরও প্রাপ্য টাকা দেওয়া হয়নি, দাবি গণেশের। তারপরই ভুল স্বীকার করে বিজেপিতে প্রত্যাবর্তন গণেশ মল্লর।