Chhak Bhanga 6ta : চাপের মুখেও আপসহীন শান্তা দত্ত দে, পরীক্ষার সিদ্ধান্তে অনড় কলকাতা বিশ্ববিদ্যালয়
ABP Ananda LIVE :রাত পোহালেই TMCP-র প্রতিষ্ঠাদিবস। কালই কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের পরীক্ষা। শাসক দলের ছাত্র সংগঠনের যাবতীয় চাপ সত্ত্বেও পরীক্ষার সিদ্ধান্তে অনড় বিশ্ববিদ্যালয়।
রাত পোহালেই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আর এই দিনই অর্থাৎ বৃহস্পতিবারই কলকাতা বিশ্ববিদ্যালয়ে BA, BSc, B.Com, B.A. LLB-র চতুর্থ সিমেস্টারের পরীক্ষা। একইদিনে পরীক্ষা, আবার শাসক দলের ছাত্র সংগঠনের সবচেয়ে বড় কর্মসূচি। আর এই নিয়েই কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের অন্তর্বর্তী উপাচার্যর সঙ্গে, তৃণমূল ছাত্র পরিষদের সংঘাত দীর্ঘদিন ধরেই চরমে। শুরু থেকেই ২৮ অগাস্ট পরীক্ষার দিন বদলের দাবি জানিয়ে আসছে তৃণমূল ছাত্র পরিষদ। পরীক্ষার দিন বদলের আর্জি জানিয়ে কলকাতা বিশ্ববিদ্য়ালয়কে চিঠি দেয় শিক্ষা দফতরও। একাধিক কলেজের অধ্য়ক্ষরাও উপাচার্যের কাছে চিঠি লেখেন ২৮ অগাস্ট (তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস) পরীক্ষার দিন বদলের জন্য়। এনিয়ে মুখ্য়মন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে শিক্ষামন্ত্রীর কাছে চিঠিও পাঠায় অধ্য়ক্ষ-অধ্য়াপকদের একটি সংগঠন। কিন্তু, কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের অন্তর্বর্তী উপাচার্য শুরু থেকেই নিজের সিদ্ধান্তে অবচল থেকেছেন। জানিয়ে দিয়েছেন পরীক্ষা হবে পরীক্ষার জন্য় নির্ধারিত দিনেই।