Chhok Bhanga Chota: 'প্রশাসন রাফ অ্যান্ড টাফ', ট্যাব কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন মমতা

Continues below advertisement

Tab Scam: '১৬ লক্ষ ছেলেমেয়ে ট্যাব পায়। অভিভাবকরা দুহাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছে। কোনও দুষ্টচক্র এই সাইবার ক্রাইমের সুযোগ নিয়ে তারা কিছু খারাপ কাজ করেছে। সেগুলো পুলিশ যাথাযথ তদন্ত গ্রেফতার টাকা উদ্ধারের ব্যবস্থা করছে। প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে যদি নেতিবাচক কথা বলতে যান তাহলে আগে দেখতে হবে কত মানুষ উপকৃত হয়েছে', বললেন কুণাল। ট্যাব কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। 'ট্যাব নিয়ে SIT গঠন করা হয়েছে'। 'মহারাষ্ট্র, রাজস্থানের প্রকল্পের টাকাও হাইজ্যাক করেছে 'আমরাই শুধুমাত্র ধরতে পেরেছি'। 'যারা ট্যাবের টাকা পায়নি, তাদের টাকা দিয়ে দেওয়া হয়েছে'। বাগডোগরা থেকে কলকাতায় ফেরার আগে মন্তব্য মুখ্যমন্ত্রীর। 

 

লটারির মাধ্যমে কালো টাকা সাদা ? কলকাতায় মিলল টাকার পাহাড় ! লেক মার্কেটের আবাসনে ED-র ম্যারাথন অভিযান চলছে । ৩ কোটি টাকার হদিশ মিলেছে ! চেন্নাইয়ের মামলার সূত্র ধরে কলকাতায় ED-র ম্যারাথন অভিযান শুরু হয়। একযোগে কলকাতা-চেন্নাইয়ে ২০ জায়গায় তল্লাশি চলছে, প্রায় ৮ কোটি বাজেয়াপ্ত করা হয়েছে ইতিমধ্যে ! ধৃত লটারি কিংকে জেরা করে লেক মার্কেটে লটারির অফিসে অভিযান চালানো হয়। কালো টাকা সাদা করতে লটারিকে ব্যবহার করার আশঙ্কায় অভিযান।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram