Mamata Banerjee: সোমবার ফুরফুরা শরিফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: সোমবার ফুরফুরা শরিফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী ।ফুরফুরা শরিফের পীরজাদাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা । আগেই ফুরফুরা শরিফ নিয়ে উন্নয়ন পর্ষদ গঠন রাজ্য সরকারের । ফুরফুরা শরিফের উন্নয়ন নিয়ে আলোচনার সম্ভাবনা
প্রয়াত প্রাক্তন ফুটবলার পি কে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খুন!
প্রয়াত প্রাক্তন ফুটবলার পি কে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খুন! দোলের দিন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়কের বাড়িতে খুন! পি কে-র সল্টলেকের বাড়িতে বাড়ির পরিচারকের দেহ উদ্ধার। বাড়ি থেকে উদ্ধার পরিচারক গোপীনাথ মুহুরির রক্তাক্ত দেহ। খুনের অভিযোগে গ্রেফতার গাড়িচালক বরুণ ঘোষ। ৫ হাজার টাকা খোয়া যাওয়া নিয়ে পরিচারকদের বকাবকি পি কে-র মেয়ের। পরে মদ আসরে টাকা খোয়া যাওয়া নিয়ে গাড়িচালক-পরিচারক বচসা। রান্নাঘর থেকে ছুরি থেকে পরিচারকের ওপর হামলা গাড়িচালকের, পুলিশ সূত্রে খবর।
খড়দায় নৃশংসভাবে টিএমসিপি নেতাকে খুন, প্রকাশ্যে হাড়়হিম করা ফুটেজ। টিএমসিপি নেতাকে তাড়া করে, রাস্তা ফেলে এলোপাথারি কোপ! 'পুরনো মারপিট নিয়ে অভিযোগ দায়ের করায় আক্রোশ থেকে খুন। অভিযোগ না তোলায় হামলা', দাবি খড়দার স্থানীয় কাউন্সিলরের। খড়দায় টিএমসিপি নেতা খুনে গ্রেফতার ১, বাকিরা কোথায়? এখনও বাকি অভিযুক্তেদের খোঁজে তদন্তে পুলিশ।