Morning Headlines: ঘাটতি মেটাতে ৩ বছরের ডিপ্লোমা কোর্সের মাধ্যমে চিকিৎসক তৈরির প্রস্তাব মুখ্যমন্ত্রীর
ঘাটতি মেটাতে ৫ বছরের ডিগ্রি কোর্সের পাশাপাশি ৩ বছরের ডিপ্লোমা কোর্সের মাধ্যমে চিকিৎসক তৈরির প্রস্তাব মুখ্যমন্ত্রীর। এবার কি ডাক্তারিতেও সিভিক ব্যবস্থা ? প্রশ্ন চিকিৎসকদের একাংশের।
রামনবমী অশান্তিতে তদন্ত শুরু এনআইএ-র। শিবপুর-শ্রীরামপুর-ডালখোলায় অশান্তিতে ৬টি মামলা রুজু। প্রতিটি মামলায় যুক্ত বিস্ফোরক আইন।
সমাজবিরোধীদের হাতে বিস্ফোরক, উদাসীন রাজ্য, তাই এনআইএ, মন্তব্য বিজেপির। রুট কারা ভেঙেছিল, মুঙ্গের থেকে অস্ত্র কারা এনেছিল, তার তদন্ত হবে তো? প্রশ্ন তৃণমূলের।