WB News: ভোটার তালিকায় গরমিল,৪ অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ প্রসঙ্গে নির্বাচন কমিশনকে চিঠি মুখ্যসচিবের

ABP Ananda LIVE: ভোটার তালিকায় গরমিল, অফিসারদের সাসপেনশন-FIR নির্দেশ। জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি মুখ্যসচিবের। ৪ অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ নিতে মুখ্যসচিবকে ডেডলাইন জাতীয় নির্বাচন কমিশনের। অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে, জানালেন মুখ্যসচিব। 

 

'ভোট চুরি', নির্বাচন কমিশনে প্রতিবাদে কর্মসূচিতে ধুন্ধুমার

'ভোট চুরি', নির্বাচন কমিশনে প্রতিবাদে কর্মসূচিতে ধুন্ধুমার। সংসদ চত্বর ছাড়তেই পরিবহণ ভবনের সামনে মিছিল আটকাল পুলিশ। ব্যারিকেডের ওপর মহুয়া মৈত্র, সুস্মিতা দেব, অখিলেশ যাদব। 'ভোট চুরি বন্ধ করো', কমিশনের উদ্দেশে স্লোগান বিরোধীদের। দিল্লি পুলিশ মিছিল আটকাতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিরোধীদের। ৪টি বাসে আটক করা হল বিরোধীদের। আটক করা হল রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধীকে। সংসদ ভবন থেকে কমিশনের দফতর পর্যন্ত পদযাত্রা বিরোধীদের। জাতীয় সঙ্গীত গেয়ে মিছিল সংসদ থেকে মিছিল শুরু করেন বিরোধীরা। সংসদ চত্বর ছাড়তেই ব্যারিকেডে মিছিল আটকাল পুলিশ। ৩০ জন সাংসদের সঙ্গে কথা বলেতে তৈরি কমিশন, খবর সূত্রের । পদযাত্রা উপলক্ষ্যে কমিশনের সামনে কড়া নিরাপত্তা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola