Child Trafficking:শিশুপাচার চক্রে বিদেশ যোগ? ধৃত মানিক হালদারের পাসপোর্ট খতিয়ে দেখে নয়া তথ্য পেল CID
Continues below advertisement
ABP Ananda Live: শিশুপাচার চক্রে এবার বিদেশ যোগ? ধৃত মানিক হালদারের পাসপোর্ট খতিয়ে দেখে নয়া তথ্য পেল CID। '২ বছরে ২ বার বিদেশে গেছিলেন ধৃত মানিক হালদার'। 'একবার গেছিলেন মলদ্বীপ, তারপর যান কঙ্গো'। ধৃতের বাজেয়াপ্ত পাসপোর্ট খতিয়ে দেখে মিলল তথ্য, CID সূত্রে খবর। ক্লাস সেভেন পাস এসি মেকানিক কেন ২ বছরে ২ বার বিদেশ গেলেন? বিদেশেও ছড়িয়ে শিশুপাচার চক্রের জাল? খতিয়ে দেখছে CID।
'শহরের বিভিন্ন IVF সেন্টারগুলির ওপর নজর রাখতেন ধৃত মানিক হালদার'। IVF সেন্টারগুলিতে রীতিমতো রেকি করতেন ধৃত, CID সূত্রে খবর। ধৃতকে জেরা করে শিশুপাচার চক্রের বাকিদের খোঁজ চালাচ্ছে CID।
বাকিদের খোঁজে বিহার যাচ্ছে CID টিম । রবিবার শালিমার স্টেশন থেকে গ্রেফতার মানিক হালদার ও তাঁর স্ত্রী মুকুল।
Continues below advertisement