Chit Fund: চিটফান্ডকাণ্ডে ধৃত শান্তি সুরানাকে ৯ দিনের পুলিশ হেফাজত।Bangla News

Continues below advertisement

চিটফান্ডকাণ্ডে ধৃত সুরানা গ্রুপ ফান্ডের CEO শান্তি সুরানাকে ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। আজ তাঁকে আলিপুর তৃতীয় জেলা দায়রা আদালতে হাজির করানো হয়। আমানতকারীদের আইনজীবীর প্রশ্ন, এই কেসে ১৩ জন অভিযুক্ত। এখনও পর্যন্ত কেন একজনকে গ্রেফতার করা সম্ভব হল? বাকি অভিযুক্তরা কোথায়? ২০২০ সালে অভিযোগ দায়েরের পর গ্রেফতারে কেন এত দেরি? সরকারি আইনজীবী জানিয়েছেন, তদন্ত করার পরই গ্রেফতার করা হয়েছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram