Chit Fund: চিটফান্ডকাণ্ডে ধৃত শান্তি সুরানাকে ৯ দিনের পুলিশ হেফাজত।Bangla News
Continues below advertisement
চিটফান্ডকাণ্ডে ধৃত সুরানা গ্রুপ ফান্ডের CEO শান্তি সুরানাকে ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। আজ তাঁকে আলিপুর তৃতীয় জেলা দায়রা আদালতে হাজির করানো হয়। আমানতকারীদের আইনজীবীর প্রশ্ন, এই কেসে ১৩ জন অভিযুক্ত। এখনও পর্যন্ত কেন একজনকে গ্রেফতার করা সম্ভব হল? বাকি অভিযুক্তরা কোথায়? ২০২০ সালে অভিযোগ দায়েরের পর গ্রেফতারে কেন এত দেরি? সরকারি আইনজীবী জানিয়েছেন, তদন্ত করার পরই গ্রেফতার করা হয়েছে।
Continues below advertisement
Tags :
Kolkata ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Ballygunge Chit Fund এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বালিগঞ্জ Kolkata Chit Fund Ballygunge Chitfund কলকাতা চিটফাণ্ড চিটফাণ্ড সুরানা গ্রুপ ফান্ড