Art Exhibition: শহরে শুরু হল শিশু রোগ বিশেষজ্ঞদের আঁকা ছবির প্রদর্শনী 'চিত্রাবলী' | ABP Ananda LIVE
Continues below advertisement
শহরে শুরু হল শিশু রোগ বিশেষজ্ঞদের আঁকা ছবির প্রদর্শনী 'চিত্রাবলী'। রবীন্দ্র সরোবরের গ্য়ালারি গোল্ডে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ মালা রায় ও অভিনেত্রী মুনমুন সেন। ছবি বিক্রির টাকা পার্ক সার্কাসের ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথের নতুন ইউনিট তৈরিতে খরচ করা হবে।
Continues below advertisement