Chok Bhanga 6 Ta : গার্ডেনরিচের পর বাগুইআটি, শহরে বহুতল-বিভীষিকা। প্রশ্নের মুখে প্রশাসন

Chok Bhanga 6 Ta : শহরে এবার বহুতল-বিভীষিকা। পর পর সামনে আসছে বাড়ি হেলে পড়ার মতো ঘটনা। গার্ডেনরিচের পর বাঘাযতীন, বেলঘরিয়া, ট্যাংরা, বিধাননগরের পর এবার বাগুইআটিতেও ফ্ল্যাট-বিভ্রাট। আচমকাই হেলে পড়ছে একের পর এক ফ্ল্যাট। 

এবার বাগুইআটির জগৎপুরে পরপর দুটি বাড়ি হেলে পড়ল। বাগুইআটির জগৎপুর নেতাজি পল্লীতে আতঙ্ক। ঘটনার কথা জানাজানি হতেই ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ঝুঙ্কু মণ্ডলের লিখিত  অভিযোগ বিধাননগর পুরনিগমে লিখিত অভিযোগ শাসক কাউন্সিলরের। পুকুর বুজিয়ে কয়েক ছটাক জমির ওপরে গড়ে উঠেছে বাড়িগুলো, অভিযোগ স্থানীয়দের। বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, আশঙ্কা স্থানীয় কাউন্সিলরের।                                                                 

ইতিমধ্যেই বিধাননগর সিটি পুলিশ এলাকায় পৌঁছয় এবং বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন। যদিও বাসিন্দাদের কথায়, '৬ মাস ধরে এই সমস্যা চলছে। বাড়ি সামনে ঝুঁকে এসেছে। বাড়ি যখন করেছিলাম তখনই কাউন্সিলরকে জানিয়েই করেছিলাম। উনি না জানলে কখনও বাড়ি করা যেত? এখন বলছে বাড়ি ভাঙতে হবে। মুখে বললেই বাড়ি ভেঙে দেব নাকি! আমাদের মধ্যে আতঙ্ক নেই। হেলে পড়েছে ঠিকই তবে ভেঙে পড়বে না'।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola