Chok Bhanga Chota: শুভেন্দুর সভার দিনই শাহজাহান গড়ে CBI | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: আবার শিরোনামে সন্দেশখালি ।শুভেন্দুর সভার দিনই শাহজাহান গড়ে CBI । শাহজাহানের অত্য়াচার নিয়ে বিজেপি কর্মীর বয়ান রেকর্ড,বিজেপির শাখা সংগঠন সিবিআই,আক্রমণে কুণাল। ২৬ বাংলায় বিজেপির সরকার ,ফের হুঙ্কার শুভেন্দুর । সরকার গঠনের আগেই শাহজাহানদের ফাঁসির আবেদন,দাবি বিরোধী দলনেতার । বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের মুখ এবার বাংলার ভোটার । কেষ্টর কুকথায় পুলিশের কি চিঠি দিল,যাতে সন্তুষ্ট নয় জাতীয় মহিলা কমিশন

আরও খবর...

'ছাব্বিশে এ রাজ্যে বিজেপি সরকার হবে', ফের দাবি শুভেন্দু অধিকারীর । 'সরকার গঠনের আগেই শাহজাহানদের ফাঁসি হবে। নিশ্চিন্তে থাকুন, শাহজাহানদের বিচার হবেই। আদালতে আমরা ফাঁসির দাবি জানাব', ন্যাজাটের সভায় মন্তব্য বিরোধী দলনেতার। 

গঙ্গারামপুরে আগ্নেয়াস্ত্র নিয়ে তৃণমূল কর্মীর শাসানি! দোকানে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে শাসানি তৃণমূল কর্মীর। তৃণমূল কর্মী পিন্টু ঘোষের শাসানির ছবি ভাইরাল। ঘটনার পর ফেরার অভিযুক্ত তৃণমূলকর্মী। অভিযুক্তদের বাড়িতে হানা পুলিশের, উদ্ধার কার্তুজ। তৃণমূলের কেউ যুক্ত থাকলে দল ব্যবস্থা নেবে, প্রতিক্রিয়া তৃণমূল ব্লক সভাপতির । 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola