Chok Bhanga Chota: বাংলা নিয়ে কুৎসা, তারপরেও মুখে কুলুপ, কুণালের নিশানায় টলিপাড়া। ABP Ananda Live

Continues below advertisement

Kunal Ghosh: আর জি কর-কাণ্ডে এবার কুণাল ঘোষের নিশানায় টালিগঞ্জের স্টুডিওপাড়ার একাংশ ।'পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে মুম্বইয়ে ছবি তৈরি হয়েছে, কী করছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি?' । 'বিশেষ করে সেই সমস্ত প্রযোজক, পরিচালক, অভিনেতা, যাঁরা তৃণমূলের পদাধিকারী...''...যাঁরা ক্ষমতার ছত্রচ্ছায়ায় রয়েছেন, মমতা-অভিষেকের সঙ্গে মঞ্চ ভাগ করছেন' । বাংলার বিরুদ্ধে এই অপপ্রচার রুখতে তাঁরা কী করছেন? প্রশ্ন কুণালের । 'বিজেপির ন্যারেটিভ তৈরি করতে মুম্বইয়ের পরিচালক, প্রযোজক, অভিনেতারা রাজনৈতিক ছবি করেন'। এবার তো বাংলা নিয়ে কুৎসার ঝুলি আসছে' । অথচ টালিগঞ্জের বাবু/বিবিরা, যাঁরা মমতার সঙ্গে এক মঞ্চে, এক ফ্রেমে থাকেন...' তাঁরা নিজেদের ইমেজ গড়তে পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত, আক্রমণ কুণালের। 'রাতারাতি নোটবন্দি করতে পারলে ধর্ষণ বিরোধী আইন আসে না কেন?' গত বুধবার মেয়ো রোডের সভআ থেকে ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন আনার পক্ষে সওয়াল করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই মঞ্চে উঠে ১০ দিনের মধ্যে বিধানসভায় বিল পাস করানোর কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই ২ দিন বাদ দিয়েই মোদিকে দ্বিতীয় চিঠি দিলেন মমতা। 'দাবি এক, দফা এক, ধর্ষণ বিরোধী আইন' স্লোগান তোলেন অভিষেক।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram