Chok Bhanga Chota: পুলিশের তলবে লালবাজারে চিকিৎসক কুণাল সরকার, সুবর্ণ গোস্বামী। ABP Ananda Live

 ABP Ananda Live: পুলিশের তলবে লালবাজারে চিকিৎসক কুণাল সরকার, সুবর্ণ গোস্বামী। আইনজীবীদের নিয়ে গেলেন ২ চিকিৎসক। মানব বন্ধন করে অপেক্ষা বাকি চিকিৎসকদের। মেডিক্যাল কলেজ থেকে ২ চিকিৎসককে নিয়ে মিছিল। লালবাজারের কিছুটা আগেই মিছিল থামাল পুলিশ। গার্ডরেল পেরিয়ে শুধু কুণাল-সুবর্ণকেই ভিতরে যেতে অনুমতি। লালবাজারের তলব নিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠনের। কোনও হয়রানি করা হলে তীব্র হবে আন্দোলন, হুঁশিয়ারি চিকিৎসকদের।  আর জি কর কাণ্ডের আঁচ এবার হাইকোর্টে। আদালত চত্বরে তুমুল বচসা ২ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও সায়ন বন্দ্যোপাধ্যায়ের মধ্যে।  একদিনে পরপর জোড়া নোটিস। গ্রেফতারির আশঙ্কায় এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। মামলা দায়েরের অনুমতি আদালতের, কাল শুনানি। কে চোর কে পুলিশ বোঝা যাচ্ছে না। কেন সুরক্ষা পাবে না রাজ্যের মানুষ। আর জি কর কাণ্ডের প্রেক্ষিতে প্রশ্ন রাজ্যপালের। ওঁর থেকেই তো নিরাপত্তা প্রয়োজন, পাল্টা দেবাংশু।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola