Chok Bhanga Chota: ১৩ নভেম্বর উপনির্বাচন, তার আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হাড়োয়া
West Bengal Assembly By Election: ১৩ নভেম্বর উপনির্বাচন, তার আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হাড়োয়া। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির নেতৃত্বে বিধায়কের গাড়িতে হামলার অভিযোগ। পাল্টা তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে গুলিবৃষ্টির অভিযোগ। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার হলেও গুলি চলার কথা অস্বীকার পুলিশের। 'কালীপুজোর উদ্বোধন অনুষ্ঠান থেকে ফেরার সময় হামলা'। 'পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আব্দুল খালেক মোল্লার নেতৃত্বে হামলা'। 'পুলিশের সামনেই গাড়িতে হামলা, জখম মিনাখাঁর বিধায়ক ঊষারানি মণ্ডল'। অভিযোগ মিনাখাঁর তৃণমূল বিধায়কের স্বামীর
পাল্টা পঞ্চায়েত প্রধানের বাড়িতে গুলিবৃষ্টির অভিযোগ। তৃণমূল বিধায়কের স্বামীর নেতৃত্বে হামলার অভিযোগ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির।
আর জি কর-কাণ্ডের ৮৩ দিন পার, অধরা বিচার । ফের CBI-এর চার্জশিট নিয়ে প্রশ্ন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের। 'বিচারের দাবিতে ৯ নভেম্বর বিভিন্ন মেডিক্যাল কলেজে দ্রোহের গ্যালারি'। ৯ নভেম্বর: আন্দোলন নিয়ে জনমত সংগ্রহ অভিযান জুনিয়র ডাক্তারদের। ৯ নভেম্বর বিকেল ৩: কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মিছিলের ডাক WBJDF-এর।