Chopra Blast: চোপড়ায় ফের কৌটো বোমা বিস্ফোরণ, গুরুতর জখম ৪ শিশু ।Bangla News
মাঠের মধ্যে কৌটোর মতো জিনিস হাতে তুলতেই বিস্ফোরণ। চোপড়ায় গুরুতর জখম হল চার শিশু। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে, স্টান গ্রেনেড লেখা কৌটো। কোথা থেকে এল স্টান গ্রেনেড? খোঁজ চলছে বলে জানালেন পুলিশ সুপার।
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Child Injured এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Stunt Bomb