Chopra Incident: চোপড়ার ঘটনাকে সমর্থন করে না TMC, কিন্তু বাম আমলে এই জিনিস বহুবার ঘটেছে : শান্তনু সেন

TMC Leader Santanu Sen On Chopra Incident: এদিন তৃণমূলের হেভিওয়েট শান্তনু সেন বলেন, 'চোপড়ায় যে ঘটনাটা ঘটেছে, তৃণমূল কংগ্রেস দলগতভাবে বা আমাদের সরকার এই জিনিস কোনওভাবে সমর্থন করে না। সেটা আমরা বারবার বলেছি।  প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।.. কিন্তু কথা হচ্ছে অন্য জায়গায়। বামফ্রন্ট সরকারের আমলে এই জিনিস অনেকবার ঘটেছে। কোনও বাম নেতাকে প্রকাশ্যে এসে কমপ্লেন করতে শুনিনি।' চোপড়ায় সালিশি সভায় তৃণমূল কর্মীর মাতব্বরি, তরুণ-তরুণীকে বেধড়ক মারধরের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু এরপরেও চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুর রহমানের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক। তিনি বলছেন, চোপড়ার ওই মহিলা স্বামী ছাড়া অসামাজিক কাজ করছিল। অসামাজিক কাজে গ্রাম্য সালিশি বৈঠক বসেছিল। গ্রাম্য বৈঠকে যা হয়, আমাদের সেই অনুপাতে একটা বিচার আচার করেছে, কিছুটা রং হয়েছে, আমরাও অস্বীকার করছি না, ভুল হয়েছে কিছুটা। গ্রামবাসী মিলে করেছে। ওটাকে নিয়ে আমরা দেখতেছি কি হয়, কিন্তু মেয়েটা তো কোন কমপ্লেন করতে চায়নি। তার স্বামী কোন কমপ্লেন করতে চায় নি। কোন জবরদস্তি কিছু হয়নি। সমাজকে খারাপ করছিল তার জন্য গ্রাম্য সালিশি বসে একটা করেছে।ঘটনা সামনে আসার পর সোশাল মিডিয়ায় সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম লেখেন, এটা শুধু সালিশি সভা নয়। তৃণমূলের নেতৃত্বে জেসিবি নামে গুন্ডার মাধ্যমে বিচারের বুলডোজার। যে এই ভিডিওটি করেছে, তাকে ঘরছাড়া করা হয়েছে। রাজ্য পুলিশের সাহায্যে তৃণমূলের এটাই নিয়ম। ABP Ananda LIVE 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola