Chopra Incident: চোপড়াকাণ্ডে তোলপাড়ের মধ্যেই তৃণমূলকর্মী JCB-র আরেক কীর্তি ফাঁস!

Continues below advertisement

ABP Ananda LIVE:তরুণ-তরুণীকে রাস্তায় ফেলে বেধড়ক পেটাচ্ছে তৃণমূল কর্মী। চোপড়ার এই ভয়াবহ ছবি সামনে আসতেই সর্বত্র নিন্দার ঝড় বইছে। অভিযুক্ত তৃণমূল কর্মী তাজিমুল ইসলাম ওরফে JCB-এর আগে ১২ টা মামলায় অভিযুক্ত, যার মধ্য়ে দুটো আবার খুনের মামলা। ৩ বার জেলেও যেতে হয়েছে। যদিও তাতে তার দাপট এতটুকুও কমেনি।

রাহুল গাঁধী বলেন, ' আমরা সবাই মিলে সংবিধানকে রক্ষা করেছি। এরপরেই তিনি কটাক্ষ করে বলেন, ' ভাল লাগছে, প্রতি দু-তিন মিনিট অন্তর বিজেপি লোকেরা সংবিধান- সংবিধান -সংবিধান করে চলেছে।' এরপরেই তিনি বলেন, 'ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রশ্ন করলেই প্রতিহিংসা। সংসদে বিরোধী আসনে বসে আমি আনন্দিত ও গর্বিত। আইডিয়া অফ ইন্ডিয়ার উপর হামলা হয়েছে।' মূলত  দেশজুড়ে আজ থেকে চালু হল ভারতীয় ন্যায় সংহিতা-সহ ৩ নতুন আইন। আইপিসি-র পরিবর্তে কার্যকর হল ভারতীয় ন্যায় সংহিতা। সিআরপিসি-র পরিবর্তে কার্যকর হল ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। ভারতীয় সাক্ষ্য আইনের বদলে কার্যকর ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। 

 

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram