Burdwan News: ফের সালিশি সভার নামে শাসকের 'দাদাগিরি', চোপড়ার পর এবার বর্ধমানের জামালপুর
ABP Ananda LIVE: ফের সালিশি সভার নামে শাসকের 'দাদাগিরি'। চোপড়ার (Chopra) পর এবার বর্ধমানের জামালপুর (Jamalpur)। তৃণমূলের পার্টি অফিসে ডাকা সালিশি সভায় না যাওয়ায় মারধরের অভিযোগ। বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। সালিশি সভা নয়, পারিবারিক বিবাদ, দাবি অভিযুক্ত শাসক নেতা আজাদ রহমানের। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি আক্রান্তরা, দাবি পুলিশ সূত্রের। সরাসরি ডিএম, এসপি-র কাছে লিখিত অভিযোগ পরিবারের।
একলাফে অনেকটাই দাম বাড়ল জিও, এয়ারটেল, ভোডাফোনের রিচার্জ প্ল্যানের। প্রিপেড থেকে পোস্ট পেড আরও দামি সব প্ল্যানই। সাধারণ মানুষের যখন মাথায় হাত তখন শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বাজার থেকে হেঁশেল নিত্য় প্রয়োজনীয় সামগ্রী থেকে রান্নার গ্য়াস...পেট্রোল-ডিজেল, দামের ছ্য়াঁকায় সাধারণ মানুষ আগে থেকেই জর্জর্রিত ,আয় এক, ব্য়ায় বেড়েই চলেছে... এই আবহে, এবার 'কথা'ও দামী। একলাফে অনেকটাই দাম বাড়ল জিও, এয়ারটেল, ভোডাফোনের রিচার্জ প্ল্যানের। এক কথায় এবার মোবাইল রিচার্জ করতে বেশি টাকা দিতে হবে। পোস্ট পেড-প্রি পেড সব। জিওর তরফে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ন্যূনতম ২৮ দিনের রিচার্জ প্ল্য়ানের খরচ ১৫৫ টাকা থেকে বেড়ে হল ১৭৯ টাকা। ৪৭৯ টাকার ৫৬ দিনের প্ল্যান কিনতে হবে ৫৭৯ টাকায়। ৮৪ দিনের ৩৯৫ টাকার প্ল্য়ানের খরচ এবার ৪৭৯ টাকা। বার্ষিক প্ল্য়ান ২৯৯৯ থেকে একলাফে বেড়ে হচ্ছে ৩৫৯৯ টাকা। সংবাদসংস্থা ANI সূত্রে খবর, মাশুল বাড়িয়েছে এয়ারটেলও। সূত্রের খবর, এয়ারটেলের গ্রাহকদের খরচ বাড়ল ১০-২১%। সংবাদসংস্থা ANI সূত্রে খবর, ভোডাফোনের ২৮ দিনের ন্যূনতম রিচার্জ প্ল্যান যা এতদিন ছিল ১৭৯ টাকা। এবার থেকে সেই প্ল্য়ানের জন্যই গুণতে হবে ১৯৯ টাকা।