Governor: তৃণমূলকর্মীর তালিবানি- শাসন, চোপড়া যাচ্ছেন রাজ্যপাল | ABP Ananda LIVE

Continues below advertisement

Chopra Incident: কী ঘটেছে? তথ্য নিয়ে চোপড়া যাওয়ার প্রস্তুতি শুরু: সূত্র। তৃণমূলকর্মীর অত্যাচার, মুখ্যমন্ত্রীর(mamata banerjeE) কাছে রিপোর্ট তলব। অভিযোগের প্রোক্ষিতে কী ব্যবস্থা? রিপোর্ট তলব রাজ্যপালের(cv ananda bose): সূত্র। তৃণমূলকর্মীর তালিবানি- শাসন, চোপড়া যাচ্ছেন রাজ্যপাল।

চোপড়ায় সালিশি সভায় তরুণ-তরুণীকে বেধড়ক মারধরের ঘটনায় তৃণমূল বিধায়কের মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের দাবি, চোপড়ার নিগৃহীতা অসামাজিক কাজ করছিলেন। সেই জন্যই গ্রামে সালিশি সভা বসে। এই ঘটনায় কিছু ভুল থাকলেও গ্রামে এরকম সালিশি সভা হয়। নিগৃহীতা ও তাঁর স্বামী এই নিয়ে কোনও অভিযোগও করতে চাননি। কোনও জবরদস্তিও হয়নি বলে দাবি করেছেন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান।

দেশজুড়ে আজ থেকে চালু হল ভারতীয় ন্যায় সংহিতা-সহ অপরাধমূলক তিন নতুন আইন। ইন্ডিয়ান পেনাল কোড অর্থাৎ ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে কার্যকর হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। এছাড়া, ১৮৯৮ সালের ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট, ফৌজদারি ধারার পরিবর্তে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ১৮৭২ সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, ভারতীয় সাক্ষ্য আইনের বদলে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, এই ৩টি অপরাধমূলক নতুন আইন আজ থেকে গোটা দেশে কার্যকর হল। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram