Chopra News: 'ওই মহিলা অসামাজিক কাজ করছিল', মন্তব্য-বিতর্কে হামিদুল | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: তরুণ-তরুণীকে সবার সামনে ফেলে মারের পর মার। ছটফট করছেন তরুণী। আছাড়ি-পিছাড়ি খাচ্ছেন। আবার মার। আর সেই কাণ্ড দেখতে ভিড় জমে গিয়েছে চারিপাশে। যেন পথনাটিকা চলছে আর অবাক চোখে দেখছে গ্রাম্য় দর্শক।  না নাটক নয়। ঘোর বাস্তব। এই বাংলারই ছবি। এতক্ষণে চোপড়ার ( Chopra Woman Assault) ভিডিও দেখে ফেলেছে গোটা বাংলাই।   

কলকাতা, সল্টলেক, ঝাড়গ্রাম, হুগলির পরে এবার তমলুক!  চোর সন্দেহে ফের গণপিটুনি, রেহাই নেই মহিলা-কিশোরীর! ভিক্ষার নাম করে চুরির সন্দেহ, ২ মহিলা-সহ কিশোরীকে মার, পিছমোড়া করে বেঁধে তমলুকে ৩জনকে বেধড়ক মার। ২ মহিলা-সহ ৩জনকে মার, উদ্ধার করল তমলুক থানার পুলিশ।

হাসপাতালে লাঠিপেটা, সীমা পার সিভিক ভলান্টিয়ারের! ন্যাশনাল মেডিক্যালে পুলিশের সঙ্গে লাঠিচার্জ সিভিক ভলান্টিয়ারের! ন্যাশনাল মেডিক্যাল কলেজে রোগীর পরিজনদের ওপর লাঠিচার্জ। চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ। চিকিৎসক-নার্সদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রোগীর পরিজনদের বিরুদ্ধে। পুলিশের সঙ্গে রোগীর পরিজনদের লাঠিপেটা করল সিভিক ভলান্টিয়ারও! রিপোর্ট তলব করল স্বাস্থ্য ভবন, তদন্ত কমিটি গঠন করল ন্যাশনাল মেডিক্যাল।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola