Chopra News: হবু স্বামীর বিরুদ্ধে তরুনীকে হত্যার অভিযোগ । চাঞ্চল্যকর ঘটনা চোপড়ায়
ABP Ananda LIVE: বিয়ের আগেই তরুণীকে খুনের অভিযোগ । খুনের অভিযোগ হবু স্বামীর বিরুদ্ধে । চোপড়া থানার কলোনি মোড় এলাকার ঘটনা । মাস দেড়েক আগে তাদের বিয়ে ঠিক হয়, খবর পুলিশসূত্রে । রাতে চোপড়া থানায় লিখিত অভিযোগ তরুণীর পরিবারের । 'মৃত তরুণীর সঙ্গে অভিযুক্তের প্রেমের সম্পর্ক ছিল' । ২ জনের বিয়েও ঠিক হয়, দাবি পরিবারের । রবিবার সকাল থেকে তরুণী নিখোঁজ ছিলেন । পরে স্থানীয় চা বাগান থেকে তাঁর দেহ উদ্ধার হয় । পুলিশের কাছে আত্মসমর্পণ অভিযুক্তের । শ্বাসরোধ করে খুন, অনুমান পুলিশের । ঘটনার জেরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের
আরও খবর...
ডোমকলে পরিযায়ী শ্রমিকদের দুই গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজি । কেরল ফেরত দুই গোষ্ঠীর বিবাদে বোমাবাজি। ২১ নম্বর ওয়ার্ডের অম্বরপুর পশ্চিমপাড়ায় উত্তেজনা । বোমার আঘাতে এক মহিলা আহত । ২ অভিযুক্তকে গ্রেফতার পুলিশের । পুরনো শত্রুতার জেরে গন্ডগোল, অনুমান পুলিশের ।
অনুব্রত মণ্ডলের কুকথার প্রতিবাদে আজ রাস্তায় নামছে বিজেপি। বোলপুর ট্যুরিস্ট লজ মোড় থেকে বিকেলে শুরু হবে 'নারী সম্মান যাত্রা'। নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী। অনুব্রত মণ্ডলের বাড়ির কাছে, তাঁর বিরুদ্ধেই কর্মসূচি ঘিরে এখন সাজো সাজো রব বিজেপি শিবিরে।
বউবাজারের শ্রীনাথ দাস লেনে পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে মৃত্যু হল একজন শ্রমিকের। রবিবার সকাল ১১টা নাগাদ বাড়ির তিনতলার একাংশ ভেঙে আটকে পড়েন একজন শ্রমিক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।