Chorbagan Durga Puja: চোরবাগানের চট্টোপাধ্য়ায় বাড়িতে মাকে বরণের পর সিঁদুর খেলায় মাতলেন মহিলারা
বিষাদের মধ্যেও চোরবাগানের চট্টোপাধ্য়ায় বাড়িতে মাকে বরণের পর সিঁদুর খেলায় মাতলেন মহিলারা। এরপর পারিবারিক প্রথা মেনে গঙ্গার ঘাটে প্রতিমা বিসর্জনে যাবেন চট্টোপাধ্যায় পরিবারের পুরুষ সদস্যরা।