Recruitment Scam: বেআইনি শিক্ষক নিয়োগের অভিযোগ, অবসরপ্রাপ্ত DI ও স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার CID-র | ABP Ananda LIVE
হাইকোর্টের নির্দেশে, বেআইনি শিক্ষক নিয়োগের অভিযোগে CID-র হাতে গ্রেফতার অবসরপ্রাপ্ত DI ও স্কুলের প্রধান শিক্ষক। তমলুকের হাটুয়া খামারচক হাইস্কুলের ঘটনা। পূর্ব মেদিনীপুরের DI-এর অভিযোগের ভিত্তিতে হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে CID। অভিযোগ, তমলুকের হাটুয়া খামারচক হাইস্কুলে সহকারী শিক্ষক পদে শুভেন্দু হাটুয়াকে বেআইনিভাবে নিয়োগ করা হয়। তদন্তে নেমে বেআইনি নিয়োগ প্রক্রিয়ায় পূর্ব মেদিনীপুরের তৎকালীন DI চাপেশ্বর সর্দার ও ওই স্কুলের প্রধান শিক্ষক অশোককুমার হাটুয়ার যোগসাজশের প্রমাণ CID-র হাতে আসে। তার ভিত্তিতেই গতকাল ২ জনকে গ্রেফতার করেন রাজ্য পুলিশের গোয়েন্দারা।