Cow Smuggling Case: গরুপাচারের টাকা কোন পথে সাদা? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
Continues below advertisement
গরুপাচারকাণ্ডে শুধু কোম্পানি বা ট্রাস্টের মাধ্যমে নয়, কালো টাকা সাদা করতে একরের পর একর জমি কিনেছিলেন এনামুল হকের তিন ভাগ্নে। দাবি সিআইডি-র। চার্জশিট ও কেস ডায়েরিতে একাধিক জমির উল্লেখ। চার্জশিটে সিআইডি-র দাবি, প্রভাব খাটিয়ে বাজার মূল্যের তুলনায় অনেক কম দামে জমি কিনেছিলেন এনামুলের ভাগ্নেরা। একাধিক কৃষি জমির চরিত্রও বদল করা হয়েছিল বলে সিআইডি-র অভিযোগ। চার্জশিটে উল্লেখ, প্রচুর জমি কেনা হয়েছিল মুর্শিদাবাদ ও রাজারহাট-নিউটাউনে। তৈরি করা হয়েছিল ল্যান্ড ব্যাঙ্ক। স্থানীয় পঞ্চায়েত থেকে ট্রেড লাইসেন্স মিলেছিল বলে সিআইডি-র চার্জশিটে উল্লেখ। এনামুলের ভাগ্নেদের কোথায় কোথায় জমি রয়েছে, খোঁজ চালাচ্ছে সিআইডি। খবর সূত্রের।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Cow Smuggling Birbhum Enamul Hoque