Morning Headlines: অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ | ABP Ananda Live
Morning Headlines: অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ। কুড়মি নেতা রাজেশ মাহাতো সহ ৮ জনের জেল হেফাজত। আজ ফের তোলা হবে আদালতে।
খড়গপুর থেকে কোচবিহারে বদলির পর এবার গ্রেফতার কুড়মি নেতা। একদিনের জেল হেফাজত। জামিন অযোগ্য ধারায় মামলা।
অভিষেকের বাইট- রাজেশের গ্রেফতারির পর কুড়মিদের ক্লিনচিট অভিষেকের। দায় চাপালেন বিজেপির উপর। ধৃত কুড়মি নেতার পাশে থাকার বার্তা শুভেন্দুর।
তৃণমূলের সঙ্গে সেটিং সিপিএম-কংগ্রেসের, বিস্ফোরক শুভেন্দু। মমতার ভাষায় কথা, পাল্টা সুজন।
শুভেন্দুর নতুন 'সেটিং' তত্ত্ব
২৪-এর আগে বিরোধী জোট গঠনে নয়া মোড়। পাটনায় ১২ জুন ২১ বিরোধী দলের প্রথম বৈঠক। তৃণমূলের সঙ্গে থাকবে কংগ্রেস। ভেসে থাকার চেষ্টা, কটাক্ষ বিজেপির।
রাজ্যে চলবে তৃণমূল বিরোধিতা, সাফ ঘোষণা অধীরের। জাতীয় প্রেক্ষাপটে অধীর চৌধুরীর গুরুত্ব নিয়ে প্রশ্ন কুণালের।
দেশ পেল নতুন সংসদ ভবন। উদ্বোধনের আগে যজ্ঞ-হোম, বিশেষ পুজোয় প্রধানমন্ত্রী। স্পিকারের আসনের কাছে বসল ঐতিহাসিক রাজদণ্ড। প্রণাম করলেন মোদি।
নতুন সংসদ ভবন, নতুন ভারতের প্রতীক, দাবি প্রধানমন্ত্রীর। সংসদ গণতন্ত্রের জন্য, প্রধানমন্ত্রী মনে করছেন রাজ্যাভিষেক, কটাক্ষ রাহুলের। রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোয় বয়কট ২১ বিরোধী দলের।
নতুন সংসদ ভবন উদ্বোধনের দিনেই যন্তরমন্তরে তুলকালাম। আন্দোলনকারী কুস্তিগীরদের সংসদ অভিযানে বাধা পুলিশের, ধস্তাধস্তি। আটক বজরঙ্গ পুনিয়া,সাক্ষী মালিক। সরব মমতা, প্রিয়ঙ্কা।
জনসংযোগে তৃণমূলের নতুন হাতিয়ার 'নবজোয়ার রেডিও'। পডকাস্টে শোনা যাবে নেতানেত্রীদের বক্তব্য। কটাক্ষ শুভেন্দুর।