BJP: এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি বিধায়কের মেয়েকে ফের জিজ্ঞাসাবাদ করতে বাঁকুড়া যাচ্ছে সিআইডি
কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় আজ ফের বাঁকুড়া যাচ্ছে সিআইডি। বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়েকে ফের জিজ্ঞাসাবাদ করা হবে। বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রী দানাকে ফের জিজ্ঞাসাবাদ। এর আগে চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষের পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবার মৈত্রী দানাকে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করবে সিআইডি।
Tags :
BJP Bankura Cid ABPAnanda #ABPAnandaLive Banglanews BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital এবিপিআনন্দ এবিপিআনন্দলাইভ বাংলাখবর