CID: নিয়োগপত্র 'জাল' করে বাবার স্কুলেই চাকরি, অভিযুক্তের বাড়িতে সিআইডি

বাবা প্রধান শিক্ষক, নথি 'জাল' করে একই স্কুলে ভুগোলের শিক্ষক ছেলে! সুপারিশপত্র, নিয়োগপত্র 'জাল' করে বাবার স্কুলেই চাকরি, প্রধান শিক্ষকের বাড়িতে সিআইডি (CID)। নথি জাল চাকরি পাওয়ার অভিযোগ, প্রধান শিক্ষকের বাড়িতে সিআইডি।
অবৈধভাবে শিক্ষকতার চাকরি পাওয়ার অভিযোগে বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের । হাইকোর্টের নির্দেশে তদন্তে সিআইডি, অভিযুক্তের বাড়িতে অভিযান। মুর্শিদাবাদের গোঠা এ রহমান হাইস্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারি। নিয়োগ দুর্নীতিকাণ্ডে বহরমপুর সিআইডি অফিসে পরিচালন সমিতির সদস্যদের তলব। শুক্রবার জেলা বিদ্যালয় পরিদর্শকের ভবনে তলবের পর শনিবার ফের তলব।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola