By Election: উপনির্বাচনে তুমুল উত্তেজনা, অভিযোগের বন্যা বনগাঁ-আসানসোলে। Bangla News
আসানসোল পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের উপ নির্বাচনে অশান্তি। জামুড়িয়ার মণ্ডলপুরে ৮২ নম্বর বুথে বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসকদলের। আসানসোলে ২ নম্বর জাতীয় সড়কের পাশে জে কে নগর মোড়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্ণণ ঘোড়ুইকে বাধা পুলিশের। বিজেপি বিধায়কের অভিযোগ, জামুড়িয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিংকে ঢুকতে দিলেও তাঁকে আটকাচ্ছে পুলিশ। ঘটনাস্থলে তৃণমূল কর্মীরা পৌঁছলে দু’পক্ষের হাতাহাতি।
বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উপ নির্বাচনে বিবেকানন্দ বিদ্যাপীঠের বুথে বহিরাগতদের জমায়েত, ছাপ্পা ভোটের অভিযোগ ঘিরে ধুন্ধুমার। বুথের বাইরে চোর চোর স্লোগান বিজেপি কর্মীদের। ঘটনাস্থলে হাজির তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে ঘিরে পাল্টা বিক্ষোভ তৃণমূল কর্মীদের। দু’পক্ষের মধ্যে হাতাহাতি। এলাকায় উত্তেজনা। প্রতিবাদে বনগাঁর বাটার মোড়ে বিজেপির।